Digital Karegori Pathsala

ইউসেপ বাংলাদেশ একটি অলাভজনক বেসরকারি সংস্থা, যার লক্ষ্য হলো আয়মূলক দক্ষতা শিখনে সহায়তা’র মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা। ইউসেপ বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই “শিক্ষার জন্য সহায়তা, আয়ের জন্য দক্ষতা” (Help to Learn, Skills to Earn) নীতি অনুসরণ করে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি (এসএসসি ভোকেশনাল) পর্যন্ত কারিগরি শিক্ষা প্রদান করে আসছ।ে এছাড়া ইউসপে বাংলাদশে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে শোভন কর্মসংস্থান (Decent Work) প্রদানে সহায়তা করে। এই প্রতিষ্ঠানটি শিশু ও যুবা, বিশেষ করে নারী, প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্রসীমার নিচে বসবাসকারী সমাজে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে সহায়তা প্রদানে বিশেষ ভ‚মিকা পালন করে আসছে। প্রতি বছর ইউসেপ বাংলাদেশ প্রায় ৩৫,০০০ শিশু-কিশোর-যুবাদের ৩৫ টি কারিগরি বিদ্যালয়, ১১ টি টিভেট ইনস্টিটিউট, ৭ টি আউটরিচ সেন্টার ও ২টি পলিটেকনিক ইনস্টিটিউট এর মাধ্যমে দেশের সুদক্ষ জনশক্তি তৈরিতে অবদান রেখে চলেছে।

Our Courses

Cisco Certified Network Associate (CCNA)
Graphics Design

Course Details

Cisco Certified Network Associate (CCNA)

সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট বা সিসিএনএ  সার্টিফিকেট কর্মক্ষেত্রে পেশাদার আইটি নেটওয়ার্কিং এবং নেটওয়ার্কিং প্রফেশনালদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। সিসকো বিশ্বব্যাপী এই সিসিএনএ কোর্সটি প্রদান করে আসছে । বর্তমানে প্রায় সকল কোম্পানিই একটি নির্দিষ্ট নেটওয়ার্কের অধীনে থাকে। তাই টেলিকমিউনিকেশন সেক্টর, ব্যাংকিং সেক্টর, মোবাইল ফোনসহ বিভিন্ন সেক্টরে CCNA কোর্স সম্পন্ন ব্যক্তিদের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সুতরাং যদি Cisco সার্টিফাইড CCNA course টি সম্পন্ন করা থাকে, তাহলে নিটওয়ার্কিং সেক্টরে  নিজের ক্যারিয়ার গরে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে আপনি থাকবেন অন্যদের চেয়ে এগিয়ে।

কোর্স ওভারভিউ

আপনি যদি কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কাজ করতে আগ্রহী হোন বা নেটওয়ার্কিং সেক্টরে ক্যারিয়ার গড়তে চান, তাহলে প্রশিক্ষণ মূলক CCNA কোর্সটি আপনার জন্য। কারন নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্রে CCNA সার্টিফিকেশন থাকার অর্থ হল এ সেক্টরে যে কোন এন্ট্রি লেভেল চাকরির জন্য সে উপযুক্ত। সুতরাং এই ক্ষেত্রে ইউসেপ বাংলাদেশ CCNA সার্টিফিকেট এবং আপনার আইটি ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর রচনা করতে সাহায্য করবে। যার ফলে CCNA এর মাধ্যমেই ধাপে ধাপে Cisco এর অন্যান্য সার্টিফিকেশনগুলোও অর্জনের পথে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে করে আপনি নেটওয়ার্কিং এর বেসিক থেকে শুরু করে সাবনেটিং, রাউটার সহ অ্যাডভান্স সবকিছু শিখতে পারেন। সার্টিফাইড এই কোর্সটি দক্ষ মেন্টরের সাথে সম্পন্ন করে কাজের ক্ষেত্রে আপনি থাকবেন অনেক এগিয়ে । তাই আইটি ক্যারিয়ারে আপনার সম্ভাবনাময় ক্যারিয়ার গড়তে Cisco CCNA কোর্সটিতে আজই এনরোল করুন ।

CCNA (Cisco Certified Network Associate) পূর্বশর্ত

এই কোর্সটি করার আগে কোনো পূর্বশর্ত নেই – তবে, প্রার্থীরা বিশেষ সুবিধা পাবে যদি তাদের মৌলিক কম্পিউটার সাক্ষরতা এবং পিসি অপারেটিং দক্ষতা থাকে। যেমন :-

  • প্রাথমিক কম্পিউটার স্কিল
  • Windows সম্পর্কে ধারণা
  • ইন্টারনেট সম্পর্কে ধারণা
Scroll to Top