এস এস সি ফলাফল ২০২৫

রাজশাহীর পবা উপজেলাস্থ সন্তোষপুরে অবস্থিত  ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল SSC(Voc)পরীক্ষা-২০২৫-এ অসাধারণ ফলাফল অর্জন করেছে। রাজশাহী অঞ্চলের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে সবথেকে ভালো ফলাফল অর্জন    শিক্ষার গড় ফলাফল ৭৩.৬৩% যেখানে  ইউসেপ রাজশাহী টেকনিক্যাল স্কুল এর গড় পাসের হার ১০০%। কারিগরি শিক্ষায় বাংলাদেশের গড় GPA-৫ হার ৪৮.১৪% যেখানে আমাদের গড় GPA-৫ হার ৬৩.১৫%। এটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে একটি প্রশংসনীয় অর্জন। 

Scroll to Top