বাংলা নববর্ষ ১৪৩২ (২০২৫) উদযাপন উপলক্ষে ইউসেপ হাফিজ মজুমদার সিলেট টেকনিক্যাল স্কুলে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও বর্ণাঢ্য অনুষ্ঠান। দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য ছিল বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। অনুষ্ঠান শুরু হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী পোশাকে, মুখোশ ও ব্যানারসহ বিভিন্ন লোকজ উপকরণ হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশিত হয়। সবকিছুতেই ফুটে ওঠে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির রঙ। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অতিথিরা শিক্ষার্থীদের এই সৃজনশীল অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং নববর্ষ উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান। দিনটিকে আরও রঙিন করে তোলে পান্তা-ইলিশের আয়োজন, ঘুড়ি উড়ানো এবং শিক্ষার্থীদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী। পুরো ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবের আমেজ ও আলোকসজ্জা। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চেতনা জাগ্রত করে এবং বাংলা নববর্ষের মূল বার্তা “সবার সঙ্গে মিলেমিশে এগিয়ে চলা”— সেটিকে তুলে ধরে।





